বালিয়াডাঙ্গা খানপুর কলেজ

স্থাপিত- ১৯৯৮. কলেজ কোড: ৭৩৩৪. ইআআএন নং: ১১৬৩১২
কলেজ এমপিও কোড: ৫৫০৭১৬৩১০১. উপবৃত্তি কোড: ৪৪১৬১২৫

যোগাযোগের ঠিকানা:

ডাক- খাঁনপুর, পোঃ মনিরামপুর, জেলা: যশোর।
E-Mail: bkcollege.116312@gmail.com

কলেজের ইতিহাস

কলেজের নাম বালিয়াডাঙ্গা খানপুর কলেজ। ১৯৯৮ সালের ৪ঠা ডিসেম্বর বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা: এ.কে.এম. মেসবাহ্‌-উর-রহমান অত্র এলাকার জনসাধারনের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করেন।
যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে খানপুর মৌজায় কলেজ টি অবস্থিত। মনিরামপুর উপজেলার সদর হতে ০৪ কি: মি: দক্ষিন-পূর্বে কলেজটি অবস্থান। অনেক শিক্ষার্থী অত্র কলেজ হতে কৃতিত্বের সাথে পাস করে দেশের বিভিন্ন পর্যায়ে সুনামের সঙ্গে নিয়োজিত আছে এবং অনেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায়রত।
প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ শিক্ষক বৃন্দ শিক্ষার্থীদের বিদ্যার্জনের সাথে সাথে চারিত্রিক গুনাবলী বিকাশে সহায়তা করে তাদের কে পূর্ণাঙ্গ মানুষ এবং দায়িত্বশীল নাগরিক রুপে গড়ে তুলতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানে শুরু থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ২০ টি বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
সুশিক্ষা লাভের জন্য অধ্যবসায় ও একনিষ্ঠ সাধনার প্রয়াস দৃঢ়ভাবে অনুসৃত হচ্ছে। এখানে নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং ব্যবহারিক কার্যক্রম প্রশংসনীয়। কলেজটি ২০০৬ হতে ২০১০ পর্যন্ত ৫ বছর যাবত মনিরামপুর উপজেলার এম.পি.ও ভুক্ত কলেজ সমূহের মধ্যে এইচ.এস.সি পরীক্ষায় শীর্ষ স্থান লাভ করেছে। কলেজটিতে বর্তমানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখা-পড়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে স্নাতক পর্যায়ে উন্নতি করার পরিকল্পনা রয়েছে।